আওয়ার ইসলাম ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB)।
সংস্থাটির এই আয়োজনে দুটি ক্যাটাগরিতে বিভিন্ন স্কুলের ১৫০ জনেরও বেশি প্রতিযোগী অংশ গ্রহন করেছেন।
সংস্থার পরিচালক মুহাম্মদ রাজ জানান, নারায়নগঞ্জের কাঁচপুরে অবস্থিত এমিটি মডেল স্কুলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বয়স অনুযায়ী গ্রুপ ভাগ করে গ্রাম বাংলার দৃশ্য ও স্বাধীনতার পটভূমির ওপর স্কুলের ক্ষুদে শিশুদের নিয়ে ছবি আঁকা প্রতিযোগিতা চলছে।
তিনি জানান, শ্রেনী অনুযায়ী প্রত্যেক ক্লাসের ৪ বিজেতাকে সংস্থার পক্ষ সম্মাননা ক্রেষ্ট দেওয়া হবে।
কেএল/