শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৯ ফাল্গুন ১৪৩১ ।। ২৩ শাবান ১৪৪৬

শিরোনাম :
‘নামাজী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধপ্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে’ আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে: আজহারী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন ‘কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে’ মসজিদে হারাম ও নববীতে তারাবি পড়াবেন ১৫ ইমাম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন হবে : সিইসি স্থানীয়-জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন কালেমা তাইয়্যেবা হচ্ছে ঐক্যের মূল সূত্র: খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

শুক্রবার থেকে শুরু হচ্ছে মিরপুরে বিশেষ সরফ প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজানের ১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে রাজধানী ঢাকার মিরপুর-১১ বায়তুল মা’মূর মাদরাসা কমপ্লেক্সে আরবি ব্যাকরণ শাস্ত্রের গুরুত্বপূর্ণ ও প্রাথমিক ভিত্তি ‘সরফ শাস্ত্র’-এর বিশেষ প্রশিক্ষণ কোর্স।

কোর্সটি তত্ত্বাবধান করছেন বায়তুল মা’মূর মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের খতিব ও প্রিন্সিপাল ড. মুফতি আব্দুল মুকিত আযহারী ও অত্র কমপ্লেক্সের ইমাম ও ভাইস-প্রিন্সিপাল হাফেজ মাওলানা জাফর আহমদ।

কোর্সটির প্রশিক্ষক ও উদ্যোক্তা হচ্ছেন তরুণ লেখক শিক্ষাবিদ খাদেমুস সরফ মুফতি হাসান আল মাহমুদ। কোর্সটি সম্পর্কে তিনি জানান, অনেক শিক্ষার্থী সরফ শাস্ত্রে দুর্বল থাকার কারণে উপরের ক্লাসে গিয়ে না পারছে আরবি বইপুস্তক ঠিকমতো পড়তে এবং না পারছে আরবি ব্যাকরণ শাস্ত্র ‘নাহু’তে ভালো দক্ষতা আনতে।

তিনি বলেন, সরফে পরিপক্ব হলে নাহুতেও পরিপক্ব হতে পারবে এবং কুরআন-হাদিসসহ আরবি বইপুস্তক পাঠ করতেও সুবিধা হবে। তাই শিক্ষার্থীদের কল্যাণের চিন্তাভাবনা থেকেই মুরব্বিদের নির্দেশ ও তত্ত্বাবধানে এই কোর্সটির উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে প্রশিক্ষণার্থী নিবন্ধন সংখ্যা আশানুরূপ হয়েছে আলহামদুলিল্লাহ। কাল বৃহস্পতিবার নিবন্ধন করার শেষ তারিখ। বৃহস্পতিবার রাত ১১ টার আগ পর্যন্ত নিবন্ধন চলবে। রমজানের চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার প্রথম রোজা হলে সেদিন থেকেই কোর্সটি শুরু হবে ইনশাআল্লাহ। ক্লাস ও তামরীন চলবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত।

কোর্সটির বৈশিষ্ট্য সম্পর্কে তিনি জানান-
* নকশাকারে সম্পূর্ণ মীযান ও মুনশাঈব বুঝিয়ে পাঠদান।
* সহজ পদ্ধতিতে ক্লাসেই মুখস্থকরণ।
* আলামতসহ ৪৩ বাব আত্মস্থকরণ।
* সফওয়াতুল মাসাদির থেকে সহীহ মাসদারগুলো মুখস্থ ও প্রয়োগ।
* পুরস্কারভিত্তিক 'সীগাহ খেলা' প্রতিযোগিতার আয়োজন, যা সীগাহ, বহস, বাব, মাসদার, জিনস ও অর্থ শিখনের বিশেষ তামরীন।
* আল-কুরআনে সীগাহের প্রয়োগসহ অনুবাদ।

কোর্সটিতে কারা ভর্তি হতে পারবে সে প্রসঙ্গে জানান-
* যারা আরবি শব্দতত্ত্ব বুঝতে ও শিখতে আগ্রহী।
* যারা আরবিতে ভালো, কিন্তু সরফে দুর্বল।
* যারা নাহুতে দক্ষতা অর্জনের জন্য সরফে পরিপক্ব হতে আগ্রহী।
* যারা আগামী বছর মীযান পড়বে বা মীযান পড়েছে কিন্তু বুঝেনি বা আত্মস্থ করতে পারেনি।

প্রশিক্ষণ কোর্সের ফি রাখা হয়েছে ১ হাজার টাকা। আবাসিকভাবে থাকা-খাওয়ায় রাখা হয়েছে বিশেষ সুবিধা। ১ রমজানের আগে নিবন্ধন করতে নিমোক্ত নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে : 01886799645 (বিকাশ)।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ