শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

তামিলনাড়ুতে বাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরমে বাজি তৈরির কারখানায় আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে ৭ জনের মৃত্যু এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বাজি তৈরি করার পর বুধবার সকালে তা রোদে শুকোতে দিয়েছিলেন কারখানার কর্মীরা। সেই বাজিতেই আগুন লেগে যায়। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে। কারখানার ভেতরে থাকা বাজিতে আগুন ধরে যেতেই ভয়ানক বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আরো দুজন।

স্থানীয়দের দাবি, কারখানায় মোট ২৫ জন কর্মী ছিলেন। জোরালো বিস্ফোরণে কারখানার ছাদ উড়ে গেছে।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, তিনি হঠাৎ বিস্ফোরণের আওয়াজ পান। ছুটে এসে দেখেন বাজি কারখানা ধোঁয়ায় ভরে গেছে। এদিক ওদিক ছিটকে পড়ে রয়েছেন কর্মীরা। স্থানীয়রা সবাই মিলে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুল্যান্সকে। স্থানয়ীরাই আহতদের উদ্ধার করে অটোরিকশা এবং গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এবং ফারায় সার্ভিস এসে বাকিদের উদ্ধার করে।

কারখানাটির বৈধ লাইসেন্স ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ