সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

মারকাযুল লুগার সাত দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সমাপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মারকাযুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশ আয়োজিত সপ্তাহব্যাপী আরবি ভাষার শিক্ষক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে আজ সোমবার।

মারকাযুল লুগার প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মহিউদ্দীন ফারুকীর সমাপনী ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ কোর্স শেষ হয় সোমবার (২০ মার্চ) ।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৮৬ জন প্রশিক্ষণার্থী সপ্তাহব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেছে এই আয়োজন থেকে। আরবি ভাষা শিক্ষাদান পদ্ধতি ও কলাকৌশল, ভাষা শিক্ষাদানের মৌলিক দিক-নির্দেশনা, ভাষা শিক্ষাদানে বিভিন্ন সমস্যার সমাধান, ক্লাশ পরিচালনা ও ক্লাশরুম নিয়ন্ত্রণ পদ্ধতি, সফল শিক্ষকের গুণাবলী ও বৈশিষ্ট্য, বিশুদ্ধ উচ্চারণে আরবীয় লাহজায় আরবি কথোপকথন শিক্ষাদান, আরবি বক্তৃতা ও উপস্থাপনা শিক্ষাদান, নির্ভুল ইবারত পাঠের অনুশীলন, শ্রবণদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং ইমলা ও আরবি বানানরীতির প্রশিক্ষণ নিয়েছেন তারা।

সংশ্লিষ্ট ব্যক্তিগণ জানান, এই কোর্সের মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের আশা বাস্তবায়ন হয়েছে। তারা আরো জানিয়েছেন, আরবি ভাষা পাঠদানে এ-ধরনের কোর্সের আয়োজন বিরাট সুফল বয়ে আনবে এবং এর মাধ্যমে দেশে আরবি চর্চার পথ মসৃণ এবং আরও বেগবান হবে।

৭ দিনব্যাপী এই কোর্সে প্রশিক্ষণার্থীরা আনন্দ-উদ্দীপনার সাথে রাত-দিন চেষ্টা-পরিশ্রম করেছেন। প্রশিক্ষণ শেষে তাদের চোখে-মুখে ছিল অর্জন ও তৃপ্তির হাসি। তারা শিক্ষকতায় যেন পথের দিশা খুঁজে পেয়েছেন। তারা কোর্সটির মাধ্যমে প্রভূত উপকৃত হওয়ার কথা ব্যক্ত করেছেন এবং এ-ধরনের আয়োজন সামনের দিনগুলোতেও চলমান রাখার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন।

সোমবার দুপুর ১ টায় শায়েখ মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনামূলক সমাপনী দরসের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সটি সমাপ্ত হয় ।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ