রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

কুরআনের উদ্ধৃতি দিয়ে যা বললেন জাতিসংঘের মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে ইসলাম ধর্মের মাহাত্ম্য তুলে ধরতে গিয়ে পবিত্র কুরআন থেকে একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১০ মার্চ) প্রথম আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই অধিবেশনে মুসলিম দেশ কর্তৃক শরণার্থীদের আশ্রয়দান প্রসঙ্গে তা উল্লেখ করেন তিনি।

গুতরেস তার বক্তব্যে পবিত্র কুরআনের সুরা তাওবার ৬ নং আয়াত উল্লেখ করেছেন। সেই আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আপনার কাছে মুশরিকদের কেউ আশ্রয় চাইলে আপনি তাকে আশ্রয় দিন, যেন সে আল্লাহর কথা শুনতে পায়, অতঃপর আপনি তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিন, কারণ তারা এমন জাতি যারা উপলব্ধি করে না।’

আয়াতের অনুবাদটি উল্লেখের পর গুতরেস বলেছেন, ‘জাতিসংঘে শরণার্থী বিষয়ক দায়িত্ব পালনকালে আমি অনেক মুসলিম দেশের সীমান্ত উন্মুক্ত করে দিতে দেখেছি। যেন বাধ্য হয়ে নিজ দেশ ত্যাগকারীরা সেখানে আশ্রয় নিতে পারে। অথচ একই সময়ে অন্য দেশগুলো নিজেদের সীমান্ত বন্ধ রেখেছে। মূলত মুসলিম দেশগুলো ইসলামের ধর্মগ্রন্থ থেকে এই অনুপ্রেরণা গ্রহণ করেছে।’

গুতরেস আরো বলেছেন, ‘পবিত্র কুরআনের বর্ণনা অনুসারে বিশ্বাসী ও অবিশ্বাসী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ১৯৫১ সালে স্বাক্ষরিত চুক্তির হাজার বছর আগে শরণার্থীদের অধিকার রক্ষার এই ঘোষণা সত্যিই তাৎপর্যপূর্ণ। আর কয়েক দিন পরই রমজান মাস শুরু হতে যাচ্ছে। ইসলাম হাজার বছরের বেশি সময় আগ থেকে পারষ্পরিক সহানুভূতি ও সহমর্মিতার শিক্ষা দিয়েছে। তা ছাড়া ইসলাম শব্দটি সালাম থেকে উৎগত, যার মূল অর্থ হলো শান্তি।

সূত্র : আলজাজিরা

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ