শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

অবশেষে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবশেষে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

আজ রোববার তিনি লাহোরে নির্বাচনী র‍্যালি স্থগিত করেছেন। শহরটিতে অন্তর্বতী সরকারের জারি করা ১৪৪ ধারা অব্যাহত রাখায় পিটিআই প্রধান তার সিদ্ধান্ত থেকে পিছু হটেন। খবর জিও নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইমরান খান দাবি করেছেন, লাহোরে অন্যান্য কার্যক্রম চললেও শুধুমাত্র পিটিআই নির্বাচনী ক্যাম্পেইনে অবৈধভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বলেছেন, শুধুমাত্র জামান পার্ক কন্টেইনার ও ভারী পুলিশ বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। এটা স্পষ্ট গত ৮ মার্চের মতো পাঞ্জাব মুখ্যমন্ত্রী এবং পুলিশ সংঘাতের উস্কানি দিতে চাচ্ছে যেন পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে বেশি করে এফআইআর দায়ের করতে পারে।

ইমরানের প্রশ্ন, নির্বাচনের তফসিল ঘোষণার পরও কীভাবে প্রাদেশিক রাজধানীতে ১৪৪ ধারা জারি করা যেতে পারে। পিটিআই প্রধান বলেছেন, আমি সমস্ত পিটিআই কর্মীদের বলতে চাই আপনারা এই ফাঁদে পড়বেন না। তাই আমরা আগামীকাল পর্যন্ত সমাবেশ স্থগিত করেছি।

পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা হামাদ আজহার এই নির্বাচনী সমাবেশ স্থগিতের তথ্য আরও নিশ্চিত করেন। তিনি বলেন, এটি আগামীকাল বা আরও পরে হতে পারে।

তিনি বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন ও ক্ষমতার পালাবদল চাই এবং এটি তা সম্ভব। এই নির্বাচনী র‍্যালি আগামীকাল হতে পারে। গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এই জন্য তিনি বিদেশি শক্তি ও বর্তমান সরকারকে দায়ী করে আসছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ