রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

সৌদির পর ইস*রাইলের জন্য আকাশপথ খুলল ওমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবকে অনুসরণ করে এবার ইসরাইলি বিমানের জন্য নিজেদের আকাশপথ খুলে দিয়েছে ওমান। দেশটির পার্লামেন্ট মাত্র দু'মাসেরও কম সময় আগে ইসরাইলকে বয়কট সম্প্রসারণের পক্ষে ভোট দেয়া সত্ত্বেও এ সিদ্ধান্ত নিলো।

বৃহস্পতিবার টুইটারে সালতানাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‌'উড্ডয়নের সকল শর্ত পূরণকারী যেকোনো দেশের বিমান' ওমানের আকাশপথ ব্যবহার করতে পারবে।

বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৪৪ সালের শিকাগো কনভেনশন বাস্তবায়ন করার প্রয়াসে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওই কনভেনশনে আন্তর্জাতিক বিমান চলাচলে বেসামরিক বিমানের মধ্যে বৈষম্য না করার কথা বলা হয়েছে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন ওমানের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, 'ইসরাইলি অর্থনীতি এবং ইসরাইলি পর্যটকদের জন্য এটি একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।'

উল্লেখ্য, প্রায় ছয় মাস আগে সৌদি আরব সকল বিমানের জন্য তার আকাশপথ খুলে দেয়। এর ফলে ইসরাইলি বিমানগুলো সৌদি আরবের ওপর দিয়ে সংযুক্ত আরব আমিরাত যেতে পারে। ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে ইসরাইল। তবে ওমানের আকাশপথ উন্মুক্ত না থাকায় কিছু সমস্যা হচ্ছিল ইসরাইলি বিমানের জন্য।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, সৌদি আরব ও ওমানের ওপর দিয়ে নতুন করিডোরটির ফলে এশিয়ার অনেক গন্তব্যে যাওয়ার জন্য আগের চেয়ে অনেক কম সময় লাগবে।

ওমানের এই সিদ্ধান্তের ফলে আল আই ও আরকিয়ার মতো ইসরাইলি এয়ারলাইন্সগুলো উপকৃত হবে। তারা ভারত, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আরো বেশি সরাসরি ফ্লাইট পাঠাতে পারবে।

উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের মুম্বাইয়ে যাতায়াতে আগে যেখানে সাড়ে সাত ঘণ্টা লাগত, এখন লাগবে মাত্র পাঁচ ঘণ্টা। সূত্র : মিডল ইস্ট আই

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ