আওয়ার ইসলাম ডেস্ক: স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিশুদ্ধ আকিদা ও দ্বীনের মৌলিক শিক্ষা দিতে কাজ করছে ‘দ্বীনিয়াত’। মকতব শিক্ষাকে আধুনিকায়ন এবং বয়স ভেদে পৃথক সিলেবাসে শিক্ষাদান করছে তারা। শিক্ষকদের দক্ষ করতে ৬ দিনব্যাপী কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ করাচ্ছে ‘দ্বীনিয়াত’।
আগামী ০৪ মার্চ থেকে কোর্সটি শুরু হয়ে চলবে ০৯ মার্চ পর্যন্ত। রাজধানী ঢাকার মাতুয়াইল, ডেমরার আল নূর এডুকেশন কমপ্লেক্স প্রশিক্ষণ দেয়া হবে। এরপর আবার শুরু হবে ১১ মার্চ থেকে ১৬ মার্চ।
কোর্সে প্রধানত ৭টি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হবে। তাহলো— দ্বীনিয়াত মক্তবের নিজাম (ব্যবস্থাপনা), দ্বীনিয়াত মক্তবের নিসাব (পাঠ্যক্রম), দ্বীনিয়াত মক্তবের তরিকায়ে তালিম (শিক্ষাদান পদ্ধতি), দ্বীনিয়াত মক্তবের নেগরানি (পরিদর্শন), শিশু মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা, আদর্শ শিক্ষকের গুণাবলী ও পাঠদান কৌশল, ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা পদ্ধতি।
মুফতি মুহাম্মদ সালমান প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘আমাদের দেশসহ সারা বিশ্বের বিপুল সংখ্যক মুসলিম শিশু দীনি শিক্ষা থেকে বঞ্চিত। তারা যেনো সাধারণ শিক্ষার পাশাপাশি দীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্যই দ্বীনিয়াত। যারা আমাদের এ প্রশিক্ষণ করবেন তারা ‘দ্বীনিয়াত’ মক্তবে পাঠদান ও তা পরিচালনার যোগ্যতা অর্জন করবেন।’
যারা দ্বীনিয়াতের শিক্ষক হতে চান না; কিন্তু অন্যত্র শিক্ষকতা করতে চান তারাও এ কোর্স থেকে বিপুলভাবে উপকৃত হতে পারবে আশা ব্যক্ত করেন তিনি।
তার মতে দ্বীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণে মৌলিকভাবে দ্বীনিয়াতের সিলেবাস ও পাঠদান পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া হলেও এমন অনেক বিষয় এখানে শেখানো হয় যা যে কোনো শিক্ষকের জন্য প্রয়োজন।
যেমন, শিশু মনোবিজ্ঞান। শিশুকে উপযুক্ত শিক্ষাপ্রদানে, পাঠদানে মনোযোগী করতে এবং লেখাপড়াকে তার কাছে আনন্দময় করতে এ বিষয়টি সবার জানা প্রয়োজন।
প্রয়োজনে যোগাযোগ- ০১৫৫৬-১০০২০০, ০১৮১৯-৪৭৭৮৮৬
-এটি