সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

‘ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ রক্ষার শপথ নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ রক্ষার শপথ নিতে হবে।

আজ (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় নগরীর টাউন হল চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার উদ্যোগে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বর্ণমালা মিছিল অনুষ্ঠিত।

বর্ণমালা মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর সভাপতি জাহিদুল ইসলাম বলেন, যে দেশের দামাল ছেলেরা মাতৃভাষা বাংলা করার জন্য জীবন দিয়েছে সে দেশের আদালতের রায় এখনো ইংরেজিতে লেখা হয় যা স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক। দেশ স্বাধীন হওয়ার আগেই যে দেশের রাষ্ট্র ভাষা বাংলা সে দেশের স্বাধীনতার সরকারি বেসরকারি অফিস আদালতে এখনও পর্যন্ত সঠিক ভাবে বাংলা ভাষা ব্যাবহার শতভাগ নিশ্চিত না হওয়া সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। শুধু মাত্র বাঙালিয়ানা শ্লোগান দিলেই হবে না সকল পর্যায়ে শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন বায়ান্নোর ভাষা আন্দোলন বাঙালী জাতির অভ্যুদয়ের স্ফূলিঙ্গ। সেই স্ফূলিঙ্গ প্রেরনার উৎস, যা জ্বালিয়ে দিতে পারে সকল অন্যায়। যার প্রত্যক্ষ উদাহরণ বাঙালির ভাষা আন্দোলনের মাত্র বিশ বছরের মাথায় পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র আত্মপ্রকাশ করে। যে দেশটির নাম বাংলাদেশ।তাই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ রক্ষার শপথ নিতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম এর সাভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান এর সঞ্চালনায় আরো উপস্তিত ছিলেন নগর সহ-সভাপতি তানভীর আহমেদ শোভন, প্রকাশনা ও দফতর সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসা, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক এইচ এম তরিকুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ নাঈমুল ইসলাম, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ মুমিনুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ মুঈনুল ইসলাম এবং থানা ও ক্যাম্পাস নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ