আদিয়াত হাসান: পবিত্র রমজান মাস উপলক্ষে ২০দিন ব্যাপী বিশেষ দু’টি কোর্সের আয়োজন করছে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত জামিয়া মাহমুদিয়া চরখরিচা, মোমেনশাহী।
কোর্স দু’টি হলো সিফাত চর্চা ও দ্বীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স এবং নাহু-সরফ, আদব ও বাংলা ভাষা সাহিত্য প্রশিক্ষণ কোর্স।
সিফাত চর্চা ও দ্বীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে থাকবে হদর-সিফাত চর্চা, শিশু মনোবিজ্ঞান চর্চা। হদর-সিফাত চর্চা’র দরস পরিচালনা করবেন উস্তাযুল কুররা মাওলানা ক্বারী আনিছুর রহমান, প্রধান ক্বেরাত প্রশিক্ষক, যাত্রাবাড়ী মাদ্রাসা। প্রশিক্ষণ প্রদান করবেন মাওলানা ক্বারী আরিফ হুসাইন শরিয়তপুর। শিশু মনোবিজ্ঞান চর্চা’র দরস পরিচালনা করবেন শিশু মনোবিজ্ঞান বিষয়ক বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মুফতি সালমান আহমাদ, ছদর, দ্বীনিয়াত বাংলাদেশ। প্রশিক্ষণ প্রদান করবেন মুফতি নোমান কাসেমী, যিম্মাদার, দ্বীনিয়াত বাংলাদেশ।
সিফাত চর্চা ও দ্বীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে থাকছে সিফাতের সাথে বিশুদ্ধভাবে তিলাওয়াত করার যোগ্যতা অর্জন। নিজেকে আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তোলার কৌশল। আদর্শ ছাত্র গড়ে তোলার সুন্নাহ পদ্ধতি । শাসনের সীমারেখা এবং সুন্নাহ পদ্ধতি। মারধর তথা প্রহার ছাড়া ছাত্রদের পড়ানোর কৌশল। অমনোযোগী ছাত্রদের মনোযোগ তৈরির কৌশল ও সুন্নাহ পদ্ধতি। এছাড়াও থাকছে অজানা, প্রয়োজনীয় ও আকর্ষণীয় এবং শিক্ষণীয় অনেক বিষয়; যা জীবনে চলার পথে পদে পদে পাথেয় হিসেবে কাজে আসবে।
নাহু-সরফ, আদব ও বাংলা ভাষা সাহিত্য প্রশিক্ষণ কোর্সে থাকবে নাহু-সরফ, আদব ও বাংলা ভাষা সাহিত্য প্রশিক্ষণ কোর্স, বাংলা ভাষা সাহিত্য। নাহু-সরফ বিষয়ে দরস পরিচালনা করবেন বিশিষ্ট নাহুবীদ মাওলানা আ. মান্নান মাহমুদ ও বিশিষ্ট সরফ বিশেষজ্ঞ মাওলানা জমির উদ্দিন মুহাদ্দিস, যাত্রাবাড়ী বড় মাদ্রাসা। আরবি আদব বিষয়ে দরস পরিচালনা করবেন নাহু-সরফ ও আদব বিষয়ে বহু গ্রন্থ প্রনেতা মাওলানা আবু নোমান আল মাদানী
মুহাদ্দিস, যাত্রাবাড়ী বড় মাদ্রাসা ও মাওলানা আনাস লোকমান হিজাজী সৌদি আরব। বাংলা ভাষা সাহিত্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, অদ্রির পরিচালক বি এম হারিস, ঢাকামেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম।
জামিয়া মাহমুদিয়া চরখরিচা’র মুহতামিম মাওলানা মাসরুর হাসান পবিত্র রমজান মাসে অনুষ্ঠিতব্য ২০দিন ব্যাপী কোর্স বিষয়ে বলেন, সুন্দর আগামী গড়তে প্রশিক্ষিত প্রজন্ম গড়া আবশ্যক। রমজানের ছুটিকে কাজে লাগাতে প্রতি রমজানেই বিভিন্ন কোর্সের আয়োজন করে জামিয়া মাহমুদিয়া চরখরিচা। আমাদের কোর্সে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের আমলি বিষয়কেও প্রাধান্য দেয়া হবে। তাই প্রতিদিন বাদ যোহর সুনানের মশকে আমলী করা হবে। যেন ইলম ও আমলের সমন্বয় তৈরি হয় প্রশিক্ষণার্থীদের মাঝে।
তিনি জানান, কোর্সে ভর্তি চলবে ২৮-৩০ শাবান পর্যন্ত এবং দরস চলবে ১-২০ রমজান পর্যন্ত। সিফাত চর্চা ও দ্বীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স ফি- ২,৫০০/- (থাকা-খাওয়া ফ্রি)। নাহু-সরফ, আদব ও বাংলা ভাষা সাহিত্য প্রশিক্ষণ কোর্স ফি- ১,৫০০/- (থাকা-খাওয়া ফ্রি)।
লোকেশন: শম্ভুগঞ্জ হতে পরাণগঞ্জ রোডে ১০ কি.মি. দূরত্বে চরখরিচা গ্রামে উক্ত জামিয়া অবস্থিত। ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন ০১৯১১৬৫৬৫৪১, ০১৬২০ ৯৩৭০৮৮ নাম্বারে।
প্রসঙ্গত, ১৪৪৪-৪৫ হিজরি শিক্ষাবর্ষে মক্তব, হিফজ ও ইবতেদাইয়্যাহ হতে দাওরা হাদিস পর্যন্ত নতুন ছাত্রদের ভর্তি আগামী ৫ শাওয়াল হতে শুরু হবে।
কেএল/