সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

দেশে ভালো মানুষের বড়ই অভাব: শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। আকাশে শকুন উড়ছে। যে কোনো সময় মানচিত্রে থাবা দেবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, দেশে ভালো মানুষের বড়ই অভাব। ভণ্ডামি ও চাটুকারিতার কারণে দেশটা নষ্ট হয়ে গেছে।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ উপলক্ষে এ আলোচনার সভার আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, ‘শেখ হাসিনার একটাই ইচ্ছা তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করা। তার ইচ্ছা বাচ্চাদের জন্য সুন্দর একটি বাংলাদেশ তৈরি করা। সে লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘রাজনীতি তাদের করা উচিত যারা সত্য বলতে পারেন এবং সাংবাদিকতা তাদেরই করা উচিত যারা সত্য লিখতে পারেন। সাংবাদিক ভাইদের বলবো, দেশকে ভালো রাখার জন্য যা করা দরকার তা আপনারা লেখেন।’

অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘এখানে যারা রয়েছেন তাদের উদ্দেশে একটা কথাই বলবো, পরীক্ষায় ভালো ফলাফল করো বা না করো; ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। ভালো মানুষ হওয়া বেশি দরকার। দেশে ভালো মানুষের বড়ই অভাব। ভণ্ডামি ও চাটুকারিতার কারণে দেশটা নষ্ট হয়ে গেছে।’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দনশীল ও নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ