সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ছাত্র অধিকার পরিষদের ওপর ছাত্রলীগের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পূর্বনির্ধারিত কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা আসার আগে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছিল টিএসসিতে। পরিষদের নেতাকর্মীরা আসলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে। এরপর পরিষদের নেতাকর্মীরা টিএসসি থেকে চলে যেতে চাইলে তাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় টিএসসি গেট, ডাচ, মিলন চত্ত্বর এই তিন জায়গায় হামলা চালানো হয়।

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আসিফ মাহমুদ বলেন, টিএসসিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে এলে তারা গেটেই আমাদের বাধা দেয়। বিদ্রুপ করে স্লোগান দিতে থাকে। আমরা চলে যেতে চাইলে আমাদের ওপর কয়েকধাপে হামলা চালায় তারা। কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ-সভাপতি আখতার হোসেন এবং কর্মী ইউনুস গুরুতর এবং আরো ১০ জনের বেশি আহত হয়েছেন। তাদের আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসছি।

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, সেখানে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়া জয়লাভ করাতে একদল শিক্ষার্থী মিছিল করছিলো। এসময় ছাত্র অধিকার পরিষদ খেলা হারাম এমন ফতোয়া দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ