সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

সিরিয়ার দুর্গতদের জন্য ৪০ কোটি ডলার সহায়তা চাইল জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এক যুগের গৃহযুদ্ধে ক্ষত-বিক্ষত মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া। এর মধ্যে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃত্যুপুরী হয়ে উঠেছে দেশটি। বর্তমানে সেখানে লাখ লাখ মানুষ আশ্রয়হীন।

খাদ্য সংকট তো রয়েছেই। নেই যথাযথ স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ। বিষয়টি উল্লেখ করে বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ মানুষের জন্য ৩৯ কোটি ৭০ লাখ ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘সিরিয়ার প্রায় ৫ লাখ দুর্গত নাগরিকের জন্য ‘জীবন রক্ষা ত্রাণ’ জোগাবে এ তহবিল, যা দিয়ে তিন মাস চলা যাবে’।

আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে গুতেরেস বলেন, ‘বিধ্বংসী ভূমিকম্পের এক সপ্তাহ পর সিরিয়ায় লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এছাড়াও প্রচণ্ড শীতের মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে তাদের। আমরা এই পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করছি। তবে এজন্য আরও অনেক কিছু প্রয়োজন’।

তিনি সদস্য দেশগুলোকে ‘দেরি না করে’ জাতিসংঘের এই প্রচেষ্টা এগিয়ে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যথাসাধ্য অর্থ সহায়তা দিয়ে লাখো শিশু, নারী এবং পুরুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মধ্যে তিন মাসের জন্য তুরস্ক থেকে দুটি নতুন ক্রসিং পয়েন্ট খোলার চুক্তির একদিন পরেই এই আহ্বান জানালেন গুতেরেস।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ