আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ার পাম অয়েলের সরবরাহ মূল্য আরও বেড়েছে। যার ফলে ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে বেঞ্চমার্ক পাম অয়েলের আগামী এপ্রিলের সরবরাহ চুক্তি মূল্য বেড়েছে ৭৪ রিঙ্গিত বা ১ দশমিক ৯২ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৩ হাজার ৯২৫ রিঙ্গিত বা ৯১২ ডলার ৫৮ সেন্ট।
চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুত আরও কমেছে। গত ডিসেম্বরের চেয়ে যা শূন্য দশমিক ৬৬ শতাংশ কম। দেশটিতে এখন ২ দশমিক ১৮ মিলিয়ন টন পণ্যটি গুদামজাত রয়েছে। বিগত ৫ মাসের মধ্যে যা সর্বনিম্ন। এটিও ভোজ্যতেলটির দর বৃদ্ধির অন্যতম কারণ।
সেলানগর-ভিত্তিক ব্রোকারেজ পেলিনডাং বেসতারির পরিচালক প্যারাম্যালিঙ্গম সুপ্রামানিয়াম বলেন, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে পাম অয়েলের উৎপাদন হঠাৎ করে তীব্র হ্রাস প্রত্যক্ষ করছি আমরা। মূলত বৈরি আবহাওয়া এবং সরকারি ছুটি এজন্য দায়ী।
তিনি বলেন, শিগগিরই পাম অয়েলের উৎপাদন বাড়ার সম্ভাবনা নেই। এই বছরের দ্বিতীয় প্রান্তিকেও তা ইতিবাচক প্রত্যাশা করা হচ্ছে না।
ইন্দোনেশিয়ায় আসন্ন ইসলামি উৎসব উপলক্ষে ভোজ্যতেলের দাম বেড়ে গেছে। ফলে অভ্যন্তরে সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে কিছু পাম অয়েল রপ্তানির অনুমতি স্থগিত করতে যাচ্ছে দেশটি।
সোমবার (৬ ফেব্রুয়ারি) ইন্দোনেশিয়ার সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী লুহুত পান্দজাইতান নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানান। এরপর থেকেই পাম অয়েলের দাম বাড়ছে।
-এসআর