ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় শত শত মানুষ নিহত, দেশের সরকার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পির সাহেব চরমোনাই।
সোমবার এক শোকবাণীতে ইসলামী আন্দোলনের আমীর বলেন, ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় শত শত মানুষ নিহত এবং আহত হয়েছে। এ সময় ঘর-বাড়ি ও সম্পদেরও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। যা আমাদের মর্মাহত করেছে। ভূমিকম্পে নিহতদের প্রতি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। সেইসঙ্গে সংশ্লিষ্ট দেশের সরকার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভয়াবহ ভূমিকম্পে নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তায়ালা যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন।
তিনি বলেন, আমরা দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তুরস্ক ও সিরিয়ার জনগণ যেন এ শোক ও সম্পদের ক্ষয়-ক্ষতি থেকে সহজেই কাটিয়ে উঠতে পারেন।
কেএল/