আওয়ার ইসলাম ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরিয়ার সরমাদা শহর। সেখানকার একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, শিশুটির বাম হাতে রক্তের দাগ লেগে আছে। উদ্ধারের পর তাকে কোলে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যান এক উদ্ধারকর্মী। পরে অ্যাম্বুলেন্সে থাকা স্বাস্থ্যকর্মী তাকে চিকিৎসা দেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, স্ট্রেচারে করে শিশুটি মা-বাবাকে বিধ্বস্ত ভবনের ভেতর থেকে বের করে আসছেন বেশ কয়েকজন উদ্ধারকর্মী।
আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে দেশ দুটিতে লাশের মিছিলের সঙ্গে বাড়ছে আর্তনাদ। এ পর্যন্ত দুই দেশ মিলিয়ে ২২০০ মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
তুরস্ক ও সিরিয়া—উভয় দেশের ভূমিকম্পকবলিত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চলছে। ভূমিকম্পে দুই দেশে সহস্রাধিক মানুষ আহত হয়েছেন।
-টিএ