হুসাইন আহমাদ খান।।
প্রশ্ন: বাড়ি নিমার্ণের জন্য যেকোন ইসলামি ব্যাংক থেকে লোন নেওয়া কি জায়েয হবে? অথচ ইসলামি ব্যাংক থেকেও কিস্তিতে লোন নিলে মূল ঋণের থেকে অতিরিক্ত টাকা ফেরত দিতে হয়।
উত্তর: বর্ণিত সুরতে কোন ইসলামি ব্যাংক থেকেও ঋণ নিয়ে যদি অতিরিক্ত টাকা দিতে হয় তাহলে সেটা সুদ বলে গণ্য হবে। আর সুদ আদান-প্রদান করা সম্পূর্ণভাবে নাযায়েজ ও হারাম। কুরআন ও হাদিসে সুদি কারবারকারিদের প্রতি কঠিন শাস্তি বর্ণিত হয়েছে। এজন্য এ থেকে বেঁচে থাকা আবশ্যক ও জরুরি। তাই যেকোন ব্যাংক থেকে ঋণ নিতে হলে যদি সুদের আদান-প্রদান হয় -সেটা যে নামেই হোক না কেন- তাহলে তা থেকে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ বা অন্য কোন কাজ করা জায়েয হবে না। এজন্য যদি ঋণ নিতেই হয় তাহলে ব্যাংক ছাড়া অন্য কোন মাধ্যম থেকে সুদমুক্ত ঋণ নেবে।
মেশকাত শরিফে এসেছে,
"وعن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: «الربا سبعون جزءًا أيسرها أن ینکح الرجل أمه".
( كتاب البيوع،باب الرباج:1،ص:246 ، ط؛ قدیمی)
এলাউস সুনান কিতাবে আছে,
"قال ابن المنذر: أجمعوا على أن المسلف إذا شرط على المستسلف زیادة أو ھدیة فأسلف على ذلك إن أخذ الزیادة علی ذلك ربا".
(كتاب الحوالة، باب کل قرض جرّ منفعة،ج:14،ص513، ط: إدارۃ القرآن)
মেশকাত শরিফে আরো এসেছে:
"عن جابر رضي الله عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا وموكله وكاتبه وشاهديه وقال: "هم سواء".
(كتاب البيوع، باب الربا، الفصل الأول: 244، ط: قدیمی)
বাদায়েউস সানায়ে কিতাবে আছে:
"وأما) الذي يرجع إلى نفس القرض: فهو أن لا يكون فيه جر منفعة، فإن كان لم يجز."
(كتاب القرض ،فصل في شرائط ركن القرض ،ج:7،ص:395،ط:دارالكتب العلمية بيروت)
সূত্র: অনলাইন ফতোয়া বানুরিটাউন