শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


নফল নামাজের নিয়তে ভুল হলে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমি ভুলবশত সুন্নাত নামাযের নিয়ত করেছি এবং নিয়ত করার পর আমার মনে ধারণা এলো যে আমার ভুল নিয়ত আছে, তাই এখন কি করতে হবে? নামায ভঙ্গ করে আবার সঠিক নিয়ত করতে হবে কি?

উত্তর নং: ৬১১৬৮৩ পরম করুণাময়, পরম করুণাময় আল্লাহর নামে ফতোয়াঃ 1058-897/B=09/1443

নিয়তের সাথে অন্তরের সম্পর্ক রয়েছে এবং তা বিশ্বস্ত। যদি আপনার অন্তরে নফল পড়ার নিয়ত থাকে এবং আপনি ভুলবশত আপনার জিহ্বা দিয়ে সুন্নাতের নিয়ত বেঁধে ফেলেন তাহলে আপনার নিয়তে কোনো পার্থক্য হবে না। অন্তরে যে নিয়ত নফল তা মৌখিকভাবে নিয়ত করলেও সহীহ হবে। মুখেই যাই বলেন আপনার নামাজ আদায় হয়ে যাবে।

আর আল্লাহই ভালো জানেন

দারুল ইফতা,
দারুল উলূম দেওব

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ