আওয়ার ইসলাম ডেস্ক: তিন মাস আগে ধর্ষণ মামলা থেকে খালাস পেয়েছিলেন ভারতের এক ব্যক্তি। সেই ঘটনার পর আবার তিনি গ্রেফতার হয়েছেন খুনের মামলায়। দিল্লিতে এক অটো চালককে হত্যার ঘটনায় তাকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
২০১২ সালে এক ১৯ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পবন নামের ওই ব্যক্তিকে। এরপর ২০২২ সালের নভেম্বরে অভিযোগ পুরোপুরিভাবে প্রমাণ করতে না পারায় পবনকে বেকসুর খালাস দেয় ভারতের সুপ্রিম কোর্ট।
চলতি বছরের ২৬ জানুয়ারি দিল্লিতে এক অটো চালককে হত্যার অভিযোগ ওঠে পবনের বিরুদ্ধে।
পুলিশ বলেন, ছিনতাইয়ের চেষ্টাকালে অটো চালকে হত্যা করা হয়। আর সেসময় চালকের পাশের আসনে বসেছিলেন পবন। তিনিই ওই চালকের মুখ চেপে ধরেন।
২০১২ সালে ১৯ বছরের কিশোরীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার মামলায় গ্রেফতার হয়েছিলেন পবন ও তার তিন সহকারী। ২০১৪ সালে তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত।
-টিএ