সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ভারতে উচ্চশিক্ষায় মুসলিম নারীদের অংশগ্রহণ বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদ তাওকীর।। ভারতে উচ্চশিক্ষায় মুসলিম নারীদের অংশগ্রহণ বেড়েছে। অথচ, সামগ্রিকভাবে মহামারি চলাকালীন মুসলিমদের তালিকাভুক্তি হ্রাস পেয়েছিল। অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশনের ২০২০-২১ সালের এক জরিপে দেখা গেছে, বিগত বছরের তুলনায় ২০২০-২১ শিক্ষাবর্ষে তালিকাভুক্ত মুসলিম শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পেয়েছে।

সমীক্ষায় দেখা গেছে যে, ২০১৯-২০ সালে যেখানে মুসলিম ছাত্রের সংখ্যা ২১ লাখ (৫.৫ শতাংশ) ছিল সেখানে ২০২০-২১ সালে তা কমে ১৯.২১ লাখে (৪.৬ শতাংশ ) নেমে এসেছে।

গত রোববার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র যেমন: খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং জরথুস্ট্রিয়ান (পার্সি) ২ শতাংশ (৮.২৯ লক্ষ) নথিভুক্তি তৈরি করেছে, যা গত বছরের পরিসংখ্যান থেকে ২.৩ শতাংশ কম।

তবে, পূর্ববর্তী প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত তালিকাভুক্তিতে মুসলিম নারীদের অংশগ্রহণ বেড়েছে। ২০১৯-২০ রিপোর্টে ৫০.২ শতাংশ দেখানো হয়েছে, যা কিনা ২০১৮-১৯ সালে ছিল ৪৯.৩ শতাংশ আর ২০১২-১৩ সালে ছিল ৪৬ শতাংশ ৷

বিশেষত, উচ্চ শিক্ষায় প্রতি ১ হাজার মুসলিম ছাত্রের মধ্যে ৫০৩ জনই নারী। এখানে, উচ্চ শিক্ষাকে স্নাতক কোর্স এবং অন্যান্য ডিগ্রিকে, ডিপ্লোমা এবং সার্টিফিকেট হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে।

শ্রেণীকক্ষে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে দেশটি কর্ণাটকে উত্তাল করার কয়েক মাসের মধ্যেই এই তথ্যগুলি প্রকাশিত হয়েছে। অনেক অল্পবয়সী মুসলিম মেয়েকে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। কর্ণাটক হাইকোর্ট শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রেখেছে। কিন্তু তা ‍সত্ত্বেও মুসলিম নারীরা উচ্চশিক্ষায় দিন দিন এগিয়েই চলেছে।

-টি আই


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ