সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

জ্বর ও মাথাব্যথা দূর করার আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ।।

বান্দার অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আসে। এর মাধ্যমে আল্লাহ বান্দাকে ক্ষমা করেন। জ্বর ও মাথা ব্যাথা নিরাময়ে রয়েছে কুরআন-সুন্নাহ ঘোষিত দোয়া ও আমল। যা দ্রুত জ্বর ও মাথা ব্যাথা থেকে আরোগ্য দান করে।

মৌসুমি অসুখের মধ্যে জ্বর একটি অন্যতম ব্যাধি। এর সঙ্গে অনেকেরই মাথা ব্যাথার প্রবণতা দেখা যায়। মাথা ব্যাথা ও জ্বরের আক্রমণ থেকে দ্রুতই নিরাময়ের চেষ্টা করে আক্রান্ত ব্যক্তি। কেননা জ্বর ও মাথা ব্যাথার কারণে কোনো মানুষই স্বাভাবিক কোনো কাজ-কর্ম করতে পারে না।

মাথাব্যথা এবং জ্বর যত বেশি তীব্র হবে তত একজন ব্যক্তিকে এমন স্তরে নিয়ে যেতে পারে যেখানে মস্তিষ্ক সক্রিয়ভাবে কাজ করতে পারে না। অফিসে যাওয়া মানুষ এবং গৃহিণীদের ক্ষেত্রে মাথা ব্যথা খুব ঘন ঘন হয়।

মাথা ব্যথা এবং জ্বরের জন্য কুরআনে যেই দুয়া উল্লেখ রয়েছে তা পাঠ করলে আপনি তাৎক্ষণিক প্রশান্তি অনুভব করবেন এবং মাথা ব্যথা ও জ্বর নিরাময়ে এটি দ্রুত কাজ করে।

দ্রুত মাথা ব্যাথা থেকে মুক্তি পেতে এ দোয়া পড়া-

لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ

উচ্চারণ : লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনযিফুন। '

অর্থ : যা পান করলে তাদের শিরপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।' (সুরা ওয়াক্বিয়া : আয়াত ১৯)

জ্বর মাথাব্যথার মতোই আরেকটি ব্যধি যা বেড়ে গেলে একজন ব্যক্তির পক্ষে খুব বিপজ্জনক হতে পারে।

নিজের বা অন্য কারও জ্বর হলে এ দোয়া পড়বেন;

بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

 

‘বিসমিল্লাহিল কাবির, আউজু বিল্লাহিল আজিমি মিন শাররি কুল্লি ইরকিন না’আর ওয়া মিন শাররি হাররিন নার।’ অর্থ: মহান আল্লাহর নামে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি; প্রবল প্রবাহমান রগ থেকে এবং জাহান্নামের আগুনের অনিষ্ট থেকে।’ (নাসায়ি; মকবুল দোয়া : ১৬৩)

এগুলো তাৎক্ষণিকভাবে মাথা ব্যাথা ও জ্বর নিরাময়ের জন্য উপযুক্ত দুআ। অবশ্যই রোগ থেকে মুক্ত থাকতে যথাযথ স্বাস্থ্য সচেতনা ও চিকিৎসা গ্রহণ করা যেমন জরুরি। তেমনি হাদিস কুরআনেও রয়েছে তা থেকে মুক্ত থাকার দোয়া।

ইসলামিক ইনফরমেশন

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ