হুসাইন আহমাদ খান।।
ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানের পেশোয়ার শহরে পুলিশ লাইন মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাবেতায়ে আলম-ই-ইসলামি।
গত সোমবার দুপুরের নামাজের সময় সংঘটিত এ হামলায় এ পর্যন্ত ৮৮ জন নিহত ও ১৫৭ জন আহত হয়েছেন।
রাবেতায়ে আলম-ই-ইসলামির সেক্রেটারি ও মুসলিম স্কলার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ডক্টর মুহাম্মদ বিন আবদুল করিম ইসা এই অপরাধী কর্মকাণ্ডের জোরালো নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, অপরাধীদের অন্তরে ধর্ম ও মানবতা বলতে কিছু নেই। তারা না মানুষের জীবনের প্রতি সম্মান দেখিয়েছে আর না মসজিদের সম্মান রক্ষা করেছে।
ড. ইসা রাবেতায়ে আলম-ই-ইসলামি ও এর গ্লোবাল একাডেমি, ইনস্টিটিউট ও কাউন্সিলের পক্ষ থেকে নিহতদের পরিবার এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি বলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি তিনি যেন নিহতদের মাগফেরাত করেন এবং এ ধরনের হামলা থেকে পাকিস্তানি জনগণকে রক্ষা করেন।
সূত্র: আল হেলাল মিডিয়া