আওয়ার ইসলাম ডেস্ক: পৃথিবীতে প্রতিদিন জন্ম নিচ্ছে কত-শত নবজাতক। প্রত্যেক মুসলিম অভিভাবকের উচিত সন্তান জন্মের পর ইসলামী নির্দেশনা অনুসরণ করা।
হজরত হাসান বসরি (রহ.) শিশুসন্তান ও তার বাবার জন্য একটি দোয়া করতেন। প্রসিদ্ধ দোয়াটি বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। তা হলো-
উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ফিল মাউহুবি লাক, ওয়া শাকারতাল ওয়াহিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুজিকতা বিররাহু।
অর্থ : আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে আপনার জন্য বরকত দিন। আপনি সন্তান দানকারীর কৃতজ্ঞতা আদায় করুন। সন্তানটি পরিপূর্ণ বয়সে পদার্পণ করুক এবং আপনি তার সদ্ব্যবহার লাভ করুন।
কেউ এমন অভিনন্দন জানালে এর জবাবে বলবে-
উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা, ওয়া জাযাকাল্লাহু খাইরান, ওয়া রাযাকাকাল্লাহু মিসলাহু, ওয়া আজযালা সাওয়াবাকা।
অর্থ : আল্লাহ আপনাকে বরকত দিন। আপনার ওপর বরকত দান করুন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন এবং আপনাকেও অনুরূপ দিন এবং আপনার সওয়াব বহুগুণ বৃদ্ধি করুন।
-আল আজকার লিননববি : ৩৪৯