আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে রুশ নিয়ন্ত্রিত অঞ্চল নোভাইদারের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে মস্কো। এ হামলায় নিহত হয়েছে অন্তত ১৪ জন আর আহত ২৪ জন।
যুক্তরাষ্ট্রে তৈরি হিমারস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এতে জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে ক্রেমলিন। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় হামলার মধ্য দিয়ে কিয়েভ যুদ্ধাপরাধ করেছে বলে দাবি মস্কোর।
তবে ইউক্রেন সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন বিবৃতি দেয়া হয়নি। যুদ্ধ শুরুর পর থেকেই হাসপাতালটিতে স্থানীয় জনগণ ও সেনাদের চিকিত্সাসেবা দিয়ে আসছিলেন বেসামরিক ও সামরিক চিকিৎসকরা।
-টিএ