শাহিনুর মিয়া।। ডানপন্থী রাজনীতিবিদ রাসমাস পালুদানের কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বের মুসলিমরা সুইডিশ পণ্য বয়কটের ডাক দিয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল বাওয়াবা জানায়, অতি-ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের প্রধান রাসমাস পালুদান গত শুক্রবার তুর্কি দূতাবাসের সামনে একটি মসজিদের কাছে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পুড়ায়। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠেছে। জঘন্য অপরাধমূলক কাজ বলেও অবহিত করেছেন অনেকে।
কুরআন পোড়ানোর প্রতিবাদে, মুসলিমরা সুইডিশ পণ্য ক্রয় বন্ধ করার আহ্বান জানিয়ে অনলাইনে একটি বিজ্ঞাপন প্রচার করে।
সুইডিশ ব্র্যান্ডগুলিকে বয়কট করার ঘোষণা দিয়ে হ্যাশট্যাগের মাধ্যমে অনলাইনে প্রতিবাদ জানায় "#مقاطعة_المنتجات_السويدية— #BoycottSwedishproducts
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু স্টকহোমে তুর্কি দূতাবাসের কাছে পরিকল্পিতভাবে কুরআন পোড়ানোর অনুমতি দেয়ার কথা উল্লেখ করে বলেছেন , ‘বর্ণবাদ ও ইসলামফোবিয়া কোনোভাবেই চিন্তার স্বাধীনতা হতে পারে না।
জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ অনেক আরব দেশও সুইডেনকে নিন্দা জানিয়েছে। একে ‘ইসলামফোবিক’ পদক্ষেপ বলে অভিহিত করেছে। সুইডিশ রাজনীতিবিদদের নিন্দা জানাতে বেশ কয়েকটি আরব দেশে প্রতিবাদি বিক্ষোভ মিছিলও হয়েছে। সূত্র: আলবাওয়াবা
-এটি