শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’

হজযাত্রীদের ডলার সঙ্কটে না পড়তে পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে: ধর্মপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হজযাত্রীদের ডলার সঙ্কটে না পড়তে পূর্বপ্রস্তুতি গ্রহণ করা হয়েছে মর্মে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান। তিনি বলেন, ‘হজযাত্রীদের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সজাগ, সচেতন এবং হজযাত্রীরা আল্লাহর মেহমান হিসেবে যাবেন, তাদের যাতে কোনো সঙ্কটে না পড়তে হয়, সেজন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ধর্মপ্রতিমন্ত্রী এ কথা বলেন। আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের এই কার্য-অধিবেশনটি সংঘটিত হয়।

তিনি আরো বলেন, ‘এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার মানুষ হজ পালন করতে যাবেন।’
এত মানুষের হজ পালনের জন্য দেশে যথেষ্ট পরিমাণ ডলার মজুদ রয়েছে কিনা-জানতে চাইলে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ‘সঙ্কট তৈরি হওয়ার মতো পরিস্থিতি অন্তত বাংলাদেশে এখনো হয়নি। অনেক রাষ্ট্র নাম ধরে বলতে চাই না, ইতোমধ্যে তাদের ডলার সঙ্কট হয়ে গেছে। বাংলাদেশ এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় আছে।’

এছাড়া পাঠ্যবইয়ের ধর্ম নিয়ে একটি বড় ধরনের অপপ্রচার তৈরি হয়েছে-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফরিদুল হক খান বলেন, ‘এ বিষয়টি আমার নয়। তারপরও বলছি, ইতোমধ্যে আমাদের যে বৈঠক হয়েছে, সেখানে দু’টি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি কাজ করছে। কমিটি কাজ করার পর যেখানে সংযোজন-বিয়োজন যা কিছু করা দরকার, সেটা করার মতো সুযোগ রয়েছে। এটার জন্য কার্যক্রম হাতে নেয়া হয়েছে এবং চলছে।পাঠ্যবইয়ের ধর্ম নিয়ে বিতর্কিত কিছু থাকলে সেটা অবশ্যই বাদ দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

ফরিদুল হক খান বলেন, ‘আরো একটা কথা বলি, অযথা ছোট্ট জিনিসকে কেন্দ্র করে বিশাল প্রচার করা সম্প্রীতি নষ্ট করার পথ। এটা আজকে না অনেকবার অনেক সময় হয়েছে। যখন জাতীয় সংসদ নির্বাচন আসে, তখন এগুলো হয়। এ রকম করার সুযোগ দেওয়ার কোনো সময় নেই। যে কথা আপনারা বলছেন, ইতোমধ্যে সেই কাজ আমরা সমাধানের চেষ্টা শুরু করেছি।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ