হুসাইন আহমাদ খান।।
মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহীর নেতৃত্বে পাঞ্জাব সরকার ব্যক্তিগত সুদি কারবার নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।
মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহী The Punjab Prohibition of Interest Loan Act নামে একটি গ্যাজেট পাস করেন, যার ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
মুখ্যমন্ত্রী বলেন, সুদ একটি অভিশাপ। ইসলামে সুদকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করা হয়েছে। তাই ব্যক্তিগত সুদি কারবার নিষিদ্ধ করাটা ইসলামের কাজের অন্তর্ভূক্ত।
তিনি আরও বলেন, সুদি কারবারকারীদের পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে। তাদেরকে ১০ বছরের কারাদণ্ড ও ৫ লাখ রুপি জরিমানা দিতে হবে। এই আইন জারি হওয়ার পর, অতীতে ব্যক্তিগত সুদের ভিত্তিতে লেনদেনকারী ব্যক্তি এখন সুদ ছাড়া শুধু মূল্য পরিশোধ করবে।
সূত্র: ডেইলি দুনিয়া