আওয়ার ইসলাম ডেস্ক: বহির্বিশ্বের অন্যান্য দেশের হজযাত্রীদের জন্য নয়, শুধু সৌদি আরবের নিজস্ব (ডোমেস্টিক) হজযাত্রীদের জন্য হজের প্যাকেজের মূল্য ৩০ শতাংশ কমানো হয়েছে বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিজ্ঞপ্তি হাব জানিয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে, চলতি বছর সারা বিশ্বের মুসল্লিদের জন্য হজ প্যাকেজের ৩০ শতাংশ মূল্য কমাল সৌদি আরব সরকার। হজের মতো একটি স্পর্শকাতর বিষয়ে যাতে বিভ্রান্ত তৈরি না হয়, সে কারণে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য বিষয়টি স্পষ্ট করে।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফারুক আহমদ সরদার বলেছেন, প্রকৃতপক্ষে সৌদি আরবের ডোমেস্টিক হজযাত্রীদের জন্য হজের প্যাকেজের মূল্যও কমানো হয়েছে ৩০ শতাংশ। যা বাংলাদেশের কিংবা বহির্বিশ্বের অন্যান্য দেশের হজযাত্রীদের জন্য প্রযোজ্য না।
গত তিন বছর করোনার কারণে হজে নানা ধরনের কড়াকড়ি ছিল। তবে এবার সেটিও উঠিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব ড. আমর বিন রেদা আল মাদ্দাহ এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।
আল মাদ্দাহ বলেন, সৌদির অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে সেগুলো কোম্পানির সেবার মানের ওপর ভিত্তি করে কয়েকটি ক্যাটগরিতে ভাগ করা হয়েছে। হজ ক্যাম্পে সেবার মান দেখে এটি নির্ধারণ করা হবে। এছাড়া সৌদি আরবের স্থানীয় মুসল্লিরা চাইলে তিন ভাগে হজ প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন। আগে একসঙ্গে পুরো অর্থ পরিশোধের নিয়ম ছিল।
-এসআর