শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসলামিক ক্যাপিটাল মার্কেট প্রতিষ্ঠায় দেশে শরিয়া কাউন্সিল গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরিয়াহভিত্তিক বিভিন্ন সিকিউরিটিজ ইস্যুসহ ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠনে পরামর্শ দিতে ৯ সদস্যের শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

সোমবার (১৬ জানুয়ারি) কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল ২০২২ এর বিধি-৪ ও বিধি-৫ এ বর্ণিত শরিয়াহ স্কলার এবং ইন্ডাস্ট্রির অভিজ্ঞ সদস্যদের যোগ্যতার শর্ত বিবেচনায় অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য হিসেবে পাঁচজন শরিয়াহ স্কলার ও চারজন এক্সপার্টের সমন্বয়ে ৯ সদস্যের শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠনের বাধ্যবাধকতা আছে। কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে প্রফেসর মোহাম্মদ আব্দুর রশিদকে দায়িত্ব দেয় কমিশন। কাউন্সিলের জন্য নির্বাচিত পাঁচজন শরিয়াহ স্কলার সদস্য হলেন অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ, মুফতি শাহেদ রাহমানী, মুফতি ইউসুফ সুলতান, মুফতি ওয়ালিউর রহমান খান (ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি) এবং মওলানা শাহ ওয়ালীউল্লাহ।

এদিকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিশেষজ্ঞ অধ্যাপক আবু তালেব, লিগ্যাল এক্সপার্ট এ কে এম নুরুল ফজল বুলবুল, অ্যাকাউন্টিং এক্সপার্ট অধ্যাপক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া এবং ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট মেজবাহ উদ্দিন আহমেদকে এক্সপার্ট সদস্য হিসেবে কাউন্সিলের সদস্য করা হয়।

শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠনের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে ইসলামিক শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ নিয়ে আসার সুযোগ বৃদ্ধি পাবে এবং ইসলামিক শরিয়াহভিত্তিক সিকিউরিটিজে আগ্রহী দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা দেশের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আরোও উৎসাহী হবেন। এতে দেশের পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধি পাবে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ