আদিয়াত হাসান: ২৪ দিনের সফরে বাংলাদেশে এলেন শাইখুল ইসলাম সাইয়েদ হোসাইন আহমদ মাদানীর সাহেবজাদা আওলাদে রাসুল সাইয়েদ আসজাদ মাদানী।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে আগরতলা স্থল বন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ায় অবস্থান করছেন।
জানা যায়, সাইয়েদ আসজাদ মাদানী আজ জামিয়া ইউনুসিয়ার প্রোগ্রাম শেষে জামিয়া আশরাফিয়া মহিউদ্দীননগর মাদরাসায় যাবেন। সেখান থেকে কুমিল্লা জামিয়া ফারুকিয়া দারুল উলুম বিজয়পুরে আজ রাত্রিযাপন করবেন। এরপর বুধবার ও বৃহস্পতিবার তিনি চট্টগ্রামের হাটহাজারী, জিরি মাদরাসা, দারুল মাআরিফ চট্টগ্রাম, জামিয়া মাদানিয়া শোলকবহর মাদ্রাসাসহ বিভিন্ন মাদরাসায় দোআ ও জলসায় অংশ নেবেন। শুক্রবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম থেকে ফিরে কুমিল্লার চৌদ্দগ্রামে জুমার নামাজ আদায় করে নোয়াখালী সদর পন্ডিতপুর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করবেন।
সাইয়েদ আসজাদ মাদানীর এই সফর সম্পর্কে জানা যায়, শনিবার (২১ জানুয়ারি) ফেনীর জামিয়া মাদানিয়া দত্তের হাট মাদরাসা, জামিয়া শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহ. মাদরাসা এবং কুমিল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় সংক্ষিপ্ত বয়ান ও দোয়া করবেন। রবিবার (২২ জানুয়ারি) ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা, গাজীপুরের কালিগঞ্জ ও কাপাসিয়ায় বিভিন্ন জলসায় অংশ নেবেন। সোমবার (২৩ জানুয়ারি) ময়মনসিংহ গফরগাঁওয়ের বিভিন্ন মাহফিলে অংশ নিয়ে যাত্রা করবেন ঢাকার উদ্দেশ্যে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) উত্তরা মাওলানা নাজমুল হাসানের মাদ্রাসায় বয়ান শেষে মানিকগঞ্জের উদ্দেশে রওনা করবেন। অবস্থান করবেন জামিয়া হযরত বেলাল রাযি. ফোর্ডনগর সিঙ্গাইর মাদরাসায়।
আরো জানা যায়, বুধবার (২৫ জানুয়ারি) জামিয়া মোহাম্মদিয়া গাওয়াইর ও মিরপুর ১ নম্বর সেকশন কোঅপারেটিভ মার্কেটে বয়ান। ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) মাদানীনগর মাদ্রাসা, মুন্সিগঞ্জ শ্রীনগর জামিয়া মাদানিয়া কোলাপাড়া মাদরাসার মাহফিলে অংশগ্রহণ করবেন। ২৭ জানুয়ারি (শুক্রবার) যাবেন মিরপুরের আরজাবাদ মাদরাসা, মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আজিজিয়া ও কেরানীগঞ্জের এক আয়োজনে।
এছাড়া জানা যায়, ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন। এরপর বাংলাদেশ ত্যাগ করবেন আওলাদে রাসুল সাইয়েদ আসজাদ মাদানী।
কেএল/