আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় ৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সবধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন সকাল সাড়ে ১০টা থেকে নৌ-চলাচল শুরু হয়। তবে একই দিন ভোর সাড়ে ৫টা থেকে নৌযান চলাচল বন্ধ থাকে।
শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ খান জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে।
এ সময় মাঝ নদীতে আটকা পড়ে শাহ মুখদুম ও খানজাহান আলী নামে দুটি ফেরি। পরে সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়।
-এসআর