শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

বিশ্ব ইজতেমা হোক মুসলমানদের জন্য কল্যাণের: গাজীপুর সিটি মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্মীয় অঙ্গনে বিশ্ব মুসলমানের সবচেয়ে বড় জমায়েতের আয়োজন করে থাকে বাংলাদেশ। বিশ্ব ইজতেমার এ মহিমান্বিত আয়োজন করে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মর্যাদাময় আসন অলঙ্কৃত করেছে।

করোনামহামারীর কারণে ঐতিহ্যময় এই ইজতেমা গত দুই বছর যাবত আয়োজন করা হয়নি। এ বছর স্বাস্থ্যবিধি মেনে ইজতেমার ৫৬ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান,  আলহামদুল্লিাহ! মহান আল্লাহর রহমতে এ বছর ইজতেমা হতে যাচ্ছে।

তিনি জানান, বিশ্ব ইজতেমার স্থানটা গাজীপুরের হওয়ায় আমরা সত্যি নিজেদের গৌরবান্বিত মনে করছি। ইজতেমায় আগত মুসুল্লিদের মেহমানদারির জন্য গাজীপুর সিটিকর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিজেদের সর্বোচ্চটা দেবার চেষ্টাকরেছি।

আসাদুর রহমান কিরণ বলেন, আশাকরি বরাবারের মতো এবারও আমরা মুসুল্লিদের খেদমত আবারও যথাযথভাবে করতে পারবো ইনশাআল্লাহ।

ইজতেমা বিশ্ব মুসলিমের জন্য সামগ্রীক কল্যাণময় বার্তাবয়ে আনুক। দূর হোক বিশ্ব থেকে সব ধরনের অন্যায়-অনাচার। সুদৃঢ় হোক মুসলমানদের ভ্রাতৃত্বের চিরন্তন বন্ধন বলে জানান তিনি।

প্রতি বছরের মত এবারো ১৬০ একর জায়গা বিস্তৃত ময়দানে বিশাল শামিয়ানা টানানোর কাজ প্রায় শেষ। তুরাগ নদে সেনাবাহিনীর সদস্যরা তৈরি করছেন পন্টুন সেতু। যা দিয়ে সাময়িকভাবে মুসল্লিরা এপার থেকে ওপারে যাতায়াত করতে পারবেন। বিশাল ময়দানে খিত্তা-ভিত্তিক চলছে মাইক বাঁধা এবং বৈদ্যুতিক তার ও বাতি টানানোর কাজ।

এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ১২টি উৎপাদন নলকূপের মাধ্যমে ১২ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন বিশুদ্ধ পানি নিশ্চিতসহ ওজু-গোসলের হাউজ ও টয়লেটসহ প্রয়োজনী স্থানে বিশুদ্ধ পানি সরবরাহ পাকা দালানে প্রায় সাড়ে ৮ হাজার অস্থায়ী টয়লেটের ব্যবস্থা রয়েছে। ময়দানের চাহিদা মোতাবেক ব্লিচিং পাউডার সরবরাহ ও ২৫টি ফগার মেশিনে মশক নিধনেরও ব্যবস্থা নেওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ