সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

প্রথম সৌদি সফরে পাক সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমানে অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। এরমধ্যে সৌদি আরব সফরে গিয়েছেন দেশটিরনতুন সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনির। এই সফরে সৌদির সর্বোচ্চ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। যার মধ্যে রয়েছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও।

জেনারেল সৈয়দ আসিম মুনির গত নভেম্বরে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। তার প্রথম বিদেশ সফরে ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও অর্থনৈতিক মিত্র সৌদি সফর করে পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করেছেন তিনি। এক সপ্তাহের সফরে তিনি সংযুক্ত আরব আমিরাতেও যাবেন বলে জানা গেছে।

আল জাজিরা জানায়, পাক সেনাপ্রধান এমন এক সময় সৌদি আরব সফরে গেলেন যখন চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। দেশটিতে রিজার্ভের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৬ বিলিয়ন ডলারে। যা ২০১৪ সালের পর থেকে সর্বনিম্ন। নিত্যপণ্যের দাম বাড়ায় মুদ্রাস্ফীতি আকাশচুম্বী। এ ছাড়া বর্তমানে গত বছরের ভয়াবহ বন্যা পরবর্তী বিপর্যয় মোকাবিলা করছে পাকিস্তান।

এদিকে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, জেনারেল মুনির সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। পাক সেনা প্রধানের সঙ্গে আলোচনার পর একই টুইট বার্তায় প্রিন্স খালিদ বিন সালমান বলেন, আমরা আমাদের বন্ধু প্রতিম দেশের সঙ্গে সামরিক, দ্বিপাক্ষিক এবং কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেছি।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ