শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ

‘আধুনিকতার নামে ইসলামে যে নতুন কিছু সংযোজন করবে, সেই ইসলামের শত্রু’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসাইন আহমাদ খান।। জামিয়া বাবুনগরের আন্তর্জাতিক শতবার্ষিকী, দস্তারবন্দী সম্মেলনে বেফাকুল মাদারিসিল আরাবিয়্যার সভাপতি, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান বলেন, আধুনিকতার নামে ইসলামে যে নতুন কিছু সংযোজন করবে, সেই ইসলামের শত্রু।

গত (৪ জানুয়ারি) বুধবার বাদ আছর বয়ান করেন তিনি। বয়ানে তিনি বলেন, শতবার্ষিকীর এই সভায় সারাদেশ থেকে আপনারা উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমান এসেছেন। এখানে বয়ান শুনবেন। আমলের নিয়তে শুনবেন। এখানে যা শুনবেন, তার প্রায় সব আপনারা জানেন। নতুন তেমন কিছু নেই। সবই পুরাতন। কারণ ইসলামই পুরাতন।

তিনি আরো বলেন, কিছু কিছু মানুষকে মর্ডাণ ইসলামের কথা বলতে শোনা যায়। বর্তমানে মুসলমান যে বড় ক্ষতির সম্মুখীন, তা এ কারণেই। মানুষের গঠন ও আকৃতিতে তো কোন পরিবর্তন নেই। আদম আ.কে যেভাবে তৈরি করা হয়েছিলো এখনোও সেভাবেই রয়েছে। ঠিক একই আদম আ.কে যে ইসলাম, তাওহিদ ও রিসালাত দেওয়া হয়েছিলো তাতে যদি চুল পরিমাণও পরিবর্তন আসে তাহলে সেটা ইসলামের জন্য ক্ষতিকারক।

পুরাতন মডেলের গাড়িতে যেমন আধুনিক পার্স বসালে গাড়ি চলে না তেমন মানুষও। নতুন শিক্ষা, নতুন সাংকৃতি, নতুন তাহজিব, নতুন তামাদ্দুনের প্রতি যদি আমরা ঝুঁকে পড়ি, মুসলমানরা ঝুঁকে পড়ে তাহলে ইসলামের তো ক্ষতি হবে না, কিন্তু পৃথিবীর কেউ মুসলমানদের বাঁচাতে পারবে না। কুরআনে এসেছে, ‘তোমাদের উপর যে বিপদ-আপদ আসে তা তোমাদের হাতের কামাই। আর তিনি অনেককেই ক্ষমা করে দেন।’ এর অর্থ হলো এই, ইসলামে আধুনিকতা নেই। নতুন কিছু সংযোজন করার নেই। যে নতুন কিছু সংযোজন করবে সে মুসলমানদের ক্ষতি করবে।

যেদিন পৃথিবীতে ইসলাম থাকবে না সেদিন কেয়ামত হবে। কেয়ামত মুসলমানদের উপর হবে না। কেয়ামত হবে মানুষরূপী পশুর উপরে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে অচিরেই একটা যুগ আসবে যখন নাম ছাড়া ইসলামের আর কিছুই অবশিষ্ট থাকবে না।’ নামে ইসলাম কিন্তু তাহজিব-তামাদ্দুন সব আধুনিক, নতুন। হুজুর বলেছেন, ইসলামে নতুনত্ব নেই।

যারা নতুন নতুন বিষয় বের করে, নতুনত্ব চায় তারা গুমরাহ। আর এদের কারণে শাস্তিস্বরূপ মুসলমানদের মধ্যে আত্মকলহ সৃষ্টি হবে। দ্বিতীয় শাস্তি এই আসবে যে, মুসলমানদের উপর শত্রু চাপিয়ে দেওয়া হবে। তাদের দেশ শত্রুদের দখলে চলে যাবে। মুসলমানরা তাদের গোলাম হয়ে থাকবে। আল্লাহ আমাদের হেফাজত করুন।

-এটি/নুরুল কবির আরমান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ