আওয়ার ইসলাম ডেস্ক: বছরের প্রথম দিনেই লালমনিরহাট বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যাবসায়ী নিহত হয়েছেন। জানা গেছে, নিহতের নাম বিপুল সরকার । বুড়িমারী সীমান্তের ধবলসুতি গাটিয়ারভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে তিনি।
পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বার মেইন পিলারের কাছে আজ রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিপুলসহ ১৫ সদস্যের একটি বাংলাদেশি চোরাকারবারি দল ভারত সীমান্তে অনুপ্রবেশ করে গরু আনার জন্য। তারা কাটা তারের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্যে করে ৩ রাউন্ড গুলি ছুড়ে। গুলিতে বিপুল সরকার গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তারন্তর করা হবে।
এর আগে, গত বৃহস্পতিবার ভোর রাতে হাতিবান্ধা বড়খাতা দোলাপাড়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে আরও দুই বাংলাদেশি নিহত হয়।
-এসআর