অাওয়ার ইসলাম: রোগি দেখেতে গিয়ে ফল-ফলাদির পাশাপাশি ফুলের তোরা উপহার দেয়া হয়। তবে জেনে রাখা প্রয়োজন যে, রোগিকে ফুলের তোরা দেয়ার ব্যাপারে ইসলামের বিধান কী।
প্রশ্ন: রোগিকে ফুলের তোরা দেয়ার বিধান কী?
উত্তর: এটা জায়েজ। কেনন এর দ্বারা রোগির মনে প্রশন্তি লাভ হয়ভ। তার মনে প্রফুল্লতা আসে। তবে বিধর্মীদের অনুকরণে এমটা করা হলে তা জায়েজ হবে না।(আল মাউসুয়াতুল ফিকহিয়া-৩১/৭৮, মিরকাত-৮/২২
সুত্র: নির্বাচিত ফাতাওয়ায়ে মাদানিয়া ২/২৬৯
এসএস/