সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

চীনে ফের করোনার প্রাদুর্ভাব, বিধিনিষেধের কথা ভাবছে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন করে করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে চীনে। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন সংক্রমণের তথ্যপ্রকাশে ‘স্বচ্ছতা অবলম্বন’ করছে না। এ কারণে দেশটি থেকে নবাগতদের ওপর নতুন করে কোভিড-১৯ বিধিনিষধ কার্যকর করা হতে পারে।

চীন থেকে নবাগতের ক্ষেত্রে গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন বিধিমালা ঘোষণা করেছে মালয়েশিয়া, জাপান ও ভারত। এর পরপরই একথা জানায় মার্কিন যুক্তরাষ্ট্র।

এর আগে জাপান সরকার জানায়, চীন থেকে আগতদের সে দেশে পৌঁছানো মাত্র স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ প্রমাণিত হতে হবে।

এদিকে মালয়েশিয়া সরকারও তাদের ক্ষেত্রে অতিরিক্ত শনাক্তকরণ ও পর্যবেক্ষণ নীতি গ্রহণ করেছে। দেশটির কর্মকর্তারা জানান, ‘চীনে কোভিড-১৯ বিস্তার নিয়ে উৎকণ্ঠা বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। একইসঙ্গে, ভাইরাসের জিন বিশ্লেষণসহ বিভিন্ন বিষয়ে অস্পষ্ট তথ্য প্রকাশের কথাও জানা যাচ্ছে।’

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ১৪০ কোটি জনসংখ্যার দেশ চীনে করোনাভাইরাসের একটি উপ-ধরণ দ্রুত বিস্তার লাভ করায় হাসপাতালে রোগীর ভিড় ক্রমেই বাড়ছে। ব্যস্ত সময় পার করছে মৃতদের সৎকারে অন্ত্যেষ্টিক্রিয়া কেন্দ্রগুলোও ।

তবে এসব কিছুই অস্বীকার করছে চীন সরকার। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গত সাতদিনে মাত্র একজনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনা ঘটে গত সোমবার। কিন্তু চীনের সরকারি তথ্যে আস্থা রাখতে পারছেন না জনস্বাস্থ্য বিষেশজ্ঞরা। সূত্র: রয়টার্স


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ