আওয়ার ইসলাম ডেস্ক: ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিধিনিষেধ আরোপ করেছে বান্দরবান জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সই করা এক গণবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ভুভুজেলা বাঁশি বাজানো, পটকা ফোটানো বা আতশবাজি করা থেকে বিরত থাকতে হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত বার ও মদের দোকান বন্ধ থাকবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর রাস্তা ও উন্মুক্ত স্থানে কনসার্ট, নাচ-গানের অনুষ্ঠান, উচ্চস্বরে গাড়ির হর্ন বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে।
নির্দেশনা লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
-এসআর