মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ ।। ২৫ চৈত্র ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বারিধারা মাদরাসা ছাড়লেন প্রবীণ মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক প্রধান উপদেষ্টার সঙ্গে ইয়ংওয়ান চেয়ারম্যানের সাক্ষাৎ শোরুমে হামলার পর যা জানাল ‘বাটা’ প্রতিভা ও মেধা বিকাশের এক অনন্য ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি: মিজানুর রহমান আজহারী দুধকুমার নদে ডুবে প্রাণ গেল হাফেজ তাসিম বিল্লাহর আলিয়া মাদরাসা শিক্ষকদের অনুপস্থিতি ঠেকাতে নতুন উদ্যোগ আজ ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার শেয়ারবাজার  ইসরায়েলবিরোধী বিক্ষোভকালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা উদ্দেশ্যপ্রণোদিত: শায়খ আহমাদুল্লাহ  মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার যুবদলের ২ নেতা

'৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে ইসলামী আন্দোলন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে বলে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে মানুষ ভোট দিয়ে দেখেছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। যে জাতি নিজেরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না, আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম।

তিনি আরও বলেন, বেগমপাড়ায় টাকা পাচার করা হচ্ছে। সেকেন্ড হোম করছে মালয়েশিয়ায়। ভারতের বাঁধের প্রতিবাদে আমরা লং মার্চ করে সফল হয়েছি। আমরাই সফল হয়েছি।

সোমবার বিকালে রাজবাড়ী শহীদ স্মৃতি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

রাজবাড়ী জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ আঃ রহিম আল মাহমুদ সুমনের সভাপতিত্বে আলোচনা করেন, ইশা ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সদস্য মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ক্বারী মুহাম্মদ আবু ইউসুফ, হাফেজ মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আশরাফুল ইসলাম, আলহাজ্ব নুর মুহাম্মদ মিয়া, মুফতি গোলাম কবির মাসুম, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতি শরিফ ইফতেখার উদ্দিন, হাফেজ মোহাম্মদ সাব্বির হুসাইন প্রমুখ।

পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম রাজবাড়ী জেলা ইশা ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করেন।  সভাপতি হিসেবে আঃ রহিম সুমন, সহ-সভাপতি আব্দুর রহমান সোহান, সাধারণ সম্পাদক আবু রায়হান হিসেবে দায়িত্ব পান।

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ