সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, বাকি দুজনের অবস্থাও খারাপ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) প্যারিসের মেট্রোস্টেশন গা দে লেস্টের একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছাকাছি এ ঘটনা ঘটে।

জানা যায়, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তি ফরাসি নাগরিক। আগের দুটি হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের নজরে ছিলেন তিনি। তবে আজকের হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি প্যারিস পুলিশ।

এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। প্রসিকিউটররা জানান, তারা এরই মধ্যে এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছেন।

এদিকে, এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এক দোকানি বলেন, হঠাৎ গুলির শব্দে সবাই ভয় পেয়ে যান। অনেকে এদিক-ওদিক ছুটতে শুরু করেন। আমরা সঙ্গে সঙ্গে দোকান বন্ধ ভেতরে অবস্থান করি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা সাত থেকে আটটি গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে মানুষের চেঁচামেচি ও ছোটাছুটিতে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। সন্দেহভাজন লোকটিকে একটি সেলুন থেকে গ্রেফতার করা হয়। ওই সেলুনে আহত অবস্থায় দুজনকে পড়ে থাকতেও দেখা যায়।

ঘটনাস্থলে অবস্থান করা লোকজন আতঙ্কিত হয়ে পড়েছিল। এ অবস্থাতেই সবাই পুলিশের উদ্দেশে চিৎকার করে সেলুনের দিকে ইশারা করেন।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ