সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

উত্তর প্রদেশের মাদরাসাগুলোতে সাপ্তাহিক ছুটি শুক্রবার নাকি রোববার?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটির দিন করার প্রস্তাব পেশ করা হলো উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে। বুধবার সে রাজ্যের রাজধানী লখনউয়ে বোর্ডের বৈঠকে সরকারি সাহায্যপ্রাপ্ত কয়েকটি মাদরাসার প্রতিনিধি এবং সরকারকে এই প্রস্তাব দেয়া হয়েছে।

উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইফতিকার আহমেদ জাভেজ সংবাদ সংস্থা পিটিআই-কে বুধবার বিকেলে বলেন, ‘জানুয়ারি মাসে বোর্ডের পরবর্তী বৈঠকে এই প্রস্তাবের বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হবে।’

এরই মধ্যে যোগী আদিত্যনাথের রাজ্যের মাদরাসা শিক্ষকদের সংগঠন শুক্রবারের বদলে রোববার সাপ্তাহিক ছুটির প্রস্তাবের বিরোধিতা করছে।

সংগঠনের সম্পাদক দিওয়ান সাহিব জমান বলেন, ‘দীর্ঘ দিন ধরেই মাদরাসায় শুক্রবারের ছুটির ঐতিহ্য রয়েছে। তা ভাঙা উচিত নয়।’

সরকারি সূত্রের খবর, মাদরাসা শিক্ষা বোর্ডের তরফ থেকে রোববার সাপ্তাহিক ছুটির দিন করার সিদ্ধান্ত হলে, ‘উত্তরপ্রদেশ নন-গভর্নমেন্ট আরবি অ্যান্ড ফার্সি স্বীকৃতি প্রশাসন ও পরিষেবা বিধি-২০১৬’-র প্রয়োজনীয় সংশোধন করার প্রক্রিয়া শুরু হবে। প্রসঙ্গত, এর আগে বিজেপি শাসিত রাজ্য আসামে সরকারি সাহায্যপ্রাপ্ত মাদরাসায় রোববার সাপ্তাহিক ছুটির দিন চালু হয়েছে।

সম্প্রতি উত্তরপ্রদেশের মাদরাসাগুলোতে দশেরা এবং বড়দিনে ছুটি চালু করেছে আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের বৈঠকে প্রতিটি মাদরাসার দৈনিক প্রার্থনায় শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের বাধ্যতামূলকভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার প্রস্তাবও পাস হয়েছে। নতুন বছরে সিদ্ধান্ত হবে শুক্রবারের সাপ্তাহিক ছুটি বদলানোর বিষয়ে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ