আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ার ভূমিধসের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৪ জন নিখোঁজ আছে।
স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে দেশটির রাজধানী কুয়ালালামপুরে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, একটি ফার্মহাউসে ক্যাম্পিং করতে গিয়েছিলেন একদল পর্যটক। ঘটনাস্থলের পাশে পাহাড়ে থেকে মাটি ধসে পড়লে এ ঘটনা ঘটে। উদ্ধার কর্মীরা মাটি সরিয়ে জীবিতদের বের করে আনার চেষ্টা করছেন।
অন্যদিকে, এ ঘটনায় শোক প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিহতদের প্রতি সমবেদনা এবং নিখোঁজদের বেঁচে থাকার জন্য দোয়া করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের মার্চেও কুয়ালালামপুরের একটি শহরতলীতে ভূমিধসে চার জনের মৃত্যু হয়।
-এসআর