সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


নাই*জেরিয়ায় মসজিদে হামলা, মুসল্লিদের অপহরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের প্রত্যন্ত এলাকায় এক মসজিদে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। যেখানে হামলার পর ১৯ জন মুসল্লিকে অপহরণ করেছে। গতকাল রোববার নাইজেরিয়ার পুলিশ এই তথ্য জানিয়েছে।

দেশটির স্থানীয় পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ বলেন, গত শনিবার কাতসিনা রাজ্যের মাইগামজি গ্রামের একটি মসজিদে মাগরিবের নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা গুলি চালিয়ে ইমাম ও অন্য মুসল্লিদের আহত করে এই অপহরণ ঘটিয়েছে।

তিনি আরও বলেছেন, আমাদের বাহিনীকে দস্যুদের ধাওয়া করতে পাঠানো হয়েছে। তারা ৬ জন মুসল্লিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাকি ১৩ জনকে উদ্ধার করতে অভিযান চলছে। গুলিতে আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়ভাবে এসব অপরাধী দস্যু নামে পরিচিত। এদের তৎপরতার কারণে উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ার বাসিন্দারা তটস্থ থাকেন। এসব দস্যু হামলা চালিয়ে গবাদিপশু নিয়ে যায়, মুক্তিপণের জন্য লোকজনকে অপহরণ করে এবং জিনিসপত্র লুটের পর বাড়িঘর পুড়িয়ে দেয়।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ