নাজমুল হাসান সাকিব।।
ইসলাম একটি পূণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে এর যথেষ্ট ভূমিকা। সুখ, দুঃখ জীবনেরই অংশ। ইসলাম একদিকে যেমন খেল-তামাশা, আনন্দ-উল্লাস, ফূর্তি-বিনোদন ইত্যাদি নিষেধ করে।
অনুরূপ অন্যদিকে উপকারী বিবেচনায় কোনোটির প্রতি অনুপ্রাণিতও করে। বিনোদন মানে আমোদিকরণ, তুষ্টিসাধন, আনন্দের মাধ্যম বা উপকরণ। মানুষ সাধারণত মানসিক প্রশান্তির জন্য যা করে তাই বিনোদন। বলা হয়ে থাকে- 'আনন্দ-বিনোদন ছাড়া কারো জীবন পরিপূর্ণ হয় না।'
বর্তমান সময়-সমাজ পর্যবেক্ষণ করে উলামায়ে কেরাম বিভিন্ন সময় বলেন- ‘ইসলাম এই খেলা, সেই খেলা, এই বিনোদন, সেই বিনোদন ইত্যাদি সমর্থন করে না।' এতে অনেকের প্রশ্ন- তাহলে কি ইসলামে বিনোদন বলতে কিছুই নেই?
হ্যাঁ, আছে। বিনোদনের অ-নে-ক মাধ্যম আছে। এর মধ্যে কিছু ভালো আর কিছু খারাপ। ইসলাম ভালো ও উপকারী বিনোদন অবশ্যই সমর্থন করে। বরং অনেক ক্ষেত্রে এগুলোর দিকে অনুপ্রাণিতও করে।
তবে একজন সতর্কবান মুমিন কখনো তার মূলবান সময় বিনোদনে কাটিয়ে দিতে পারে না। হোক তা হালাল! তাছাড়া পরকালের জন্য মগ্ন ব্যক্তি বিনোদনের জন্য খুব কম সময়ই পায়। তাই প্রথমে আমাদেরকে জানতে হবে ইসলাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে মডেল বানাতে হবে ইসলামকে। তাহলেই সুখ ও শান্তি অর্জন হবে আমাদের অন্তকরণে। আমাদের জীবন আনন্দের পরিশুদ্ধ মাধ্যমগুলো নিয়ে মেতে উঠুক হালাল বিনোদনে।
শিক্ষার্থী: আল-মারকাজুল ইসলামী (এএমআই) বাংলাদেশ।
-এটি