রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ইসরায়েলি হামলায় আরও ১২০ ফিলিস্তিনি নিহত মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা

হেফাজতের কেন্দ্রীয় কমিটির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাটহাজারী প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া, নায়েবে আমীর মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি জসিম উদ্দিন, মাওলানা ফুরকানুল্লাহ খলিল, মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা মীর ইদরীস, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবাহানী, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, সাইয়েদ মাহফুজ খন্দকার, মাওলানা রাশেদ বিন নূর।

বৈঠকে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহনগর কমিটি সম্প্রসারণ এবং পুনঃবিন্যাস করা হয়। এছাড়াও চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী ও কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীকে যুগ্ম মহাসচিব করা হয়।

এছাড়াও মুফতী কিফায়াতুল্লাহ আযহারীকে প্রচার সম্পাদক ও মাওলানা রাশেদ বিন নূরকে দফতর সম্পাদক করা হয়।

মাওলানা তাজুল ইসলামকে আহবায়ক এবং মাওলানা মাওলানা লোকমান হাকিমকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়।

বৈঠকে কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের মুক্তি ও হেফাজতের নামে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত হওয়া সকল মামলা প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী বরাবর আমীরে হেফাজতের পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়াও আগামী ১৭ ডিসেম্বর রাজধানী ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ব্যক্তি উদ্যোগে জাতীয় পর্যায়ের যেকোনো কাজে হেফাজতের পদ পদবী ব্যবহার না করার জন্য আমীরে হেফাজত সকল দায়িত্বশীলদের সতর্ক করেন।

জেলা কমিটি গঠন করার জন্য মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়। এতে আরো আছেন, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা মীর ইদরীস, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী ও মুফতী কিফায়াতুল্লাহ আজহারী।

কেন্দ্রীয় কমিটিতে যাদের অন্তর্ভুক্ত হয়েছে,
মুফতী আরশাদ রহমানী
মাওলানা আবদুল বাসির (সুনামগঞ্জ)
মাওলানা শাহাদত হোসেন রাঙ্গুনিয়া
মাওলানা খোবাইব
মাওলানা আশরাফ আলী নিজামপুরী
মাওলানা আবদুল কাদের (আমলাপারা)
মাওলানা ইউনুস (রংপুর)
মাওলানা শওকত হোসেন সরকার নরসিংদী
মাওলানা সাঈদ নূর মানিকগঞ্জ
মাওলানা আকরাম আলী ফরিদপুর
মাওলানা হেলাল উদ্দিন ফরিদপুর
ডক্টর নুরুল আবসার আজহারী
মুফতী কেফায়েতুল্লাহ আজহারী
মাওলানা তৈয়ব হালীম
মুফতী মাসুদুল করীম
মাওলানা নূরুর রহমান বেগ (বরিশাল)
মাওলানা নিজামদ্দীন নোয়াখালী
মাওলানা আবদুল মা'বুদ (বাগেরহাট)
মাওলানা মুসলিম কক্সবাজার
মাওলানা বোরহান উদ্দীন কাসেমী (বি-বাড়িয়া)
মাওলানা আনওয়ার চকরীয়া
মাওলানা কেফায়েতউল্লাহ টেকনাফ
মাওলানা ইয়াহহিয়া নাজিরহাট
মাওলানা শাসমুল ইসলাম জিলানী
মাওলানা আব্দুল্লাহ পোরশা
মাওলানা শরিফ ঠাকুরগাঁও
মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জ
মাওলানা জুনাইদ বিন ইয়াহিয়া
মাওলানা রাশেদ বিন নূর

ঢাকা মহানগর কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে,
মাওলানা মুহাম্মদ ফারুক (মুহতামীম, লালমাটিয়া মাদরাসা), মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা আব্দুল্লাহ (ব্যাংক কলনী মাদরাসা, সাভার), মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা ওয়াহিদুর রহমান (পীরজঙ্গি মাদরাসা), মাওলানা যুবায়ের আহমদ (ওয়াহেদীয়া মাদরাসা, মোহাম্মদপুর), মাওলানা জসীমউদ্দীন (খতীব, চকবাজার ছোট মসজিদ), মুফতী জুবায়ের রশিদ (খতীব, দুদক মাজে মসজিদ)।

চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি-
আহবায়ক, মাওলানা তাজুল ইসলাম
সদস্য সচিব, মাওলানা লোকমান হাকিম

মাওলানা ফোরকানুউল্লাহ খলীল
মাওলানা আলী ওসমান
মাওলানা হারুন (শোলকবহর)
মাওলানা মুনীর উদ্দিন (হালিশহর)
মাওলানা ইয়াসিন (লাভলেইন)
মাওলানা হাসান মুরাদাবাদী
মুফতি শিহাব উদ্দিন ইসপাহানী
মাওলানা আনোয়ার রব্বানী
মাওলানা এনায়েতুল্লাহ (দামপাড়া)
মাওলানা সায়েমুল্লাহ
মাওলানা ফয়সাল বিন তাজুল ইসলাম
মাওলানা জাকারিয়া মাদানী
মাওলানা জয়নাল কতুবী
মাওলানা শহিদুল ইসলাম
মাওলানা মানজুরুল কাদের

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ