আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা বাড়িতে ফেরার সময় তাদের বহনকারী বাসে আগুন লেগেছে। এ ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১০ জন আহত হয়েছেন। বাসে প্রায় ৩৫ জনের মতো যাত্রী ছিল।
সিন্ধুপ্রদেশের দাদু জেলার কিছু লোক নিজেদের বাড়িতে ফিরে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার রাতে বন্দর শহর করাচির সিন্ধুপ্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো বলেন, ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ যাত্রীর মৃত্যু হয়েছে, আহত ১০ জনকে উদ্ধার করার পর চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দলগুলো।
সিন্ধুপ্রদেশের সবচেয়ে বেশি বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে দাদু জেলা অন্যতম। তবে কী কারণে আগুন লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, দৃশ্যত আগুনটি বাসের পেছনের অংশে ছড়িয়ে পড়ে যা পুরো বাসটিকে গ্রাস করে।
সূত্র: রয়টার্স।
-এসআর