মুফতী আব্দুল মাজিদ: পশ্চিমা দুনিয়া নারী অধিকার প্রতিষ্ঠার নামে আমাদের মত অনুন্নত বিশ্বের দেশগুলোতে বাবার নামের পাশে মায়ের নামকে স্থাপন করার চেষ্টা করছে ৷
ধীরে ধীরে মায়ের নাম প্রতিষ্ঠা ও বাবার নাম মুছে দেয়ার চেষ্টা , যা পশ্চিমা দুনিয়ায় ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে ৷
কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীর সমস্ত ধর্ম ও সভ্যতায় মানব জাতিকে " আদমসন্তান" বলে চিহ্নিত করা হয় ৷ কোথাও মানব জাতিকে হওয়ার সন্তান বলা হয় না ৷ এতে কেউ কখনো বলেনি হওয়ার সন্মানে কোন আঘাত লেগেছে ৷
অথচ পশ্চিমা দুনিয়া একটি প্রতিষ্ঠিত সত্য ও বাস্তবতাকে উপেক্ষা করে নারী প্রগতির নামে পিতৃপরিচয়ের বাস্তবতাকে মুছে দিতে চাচ্ছে , যা মানবজাতির মধ্যে যৌনউশৃংখলতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার নোংরা চেষ্টা ৷ ইহা মানব জাতির ঐতিহ্যের সাথে একটি প্রতারণা ৷
ফসল কি হবে তা বিজের দ্বারাই নির্ধারিত হয় , গম না ধান উৎপাদিত হবে বীজ নির্ধারণ করে জমি নির্ধারণ করেনা ৷ আর জমির দ্বারা ফসল সুজলা -সুফল হয় যদি তা উর্বর হয় , কিন্তু ধান না গম হবে এটা জমি নির্ধারণ করে না বরং বীজ নির্ধারণ করে ৷
এই বাস্তবতার বিরুদ্ধে পশ্চিমারা একটা যুদ্ধ ঘটিয়ে মানবজাতিকে বিভ্রান্ত করছে , এবং নারী প্রগতির নামে যৌনউশৃংখলতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হচ্ছে ৷ আমাদের সমাজ এক্ষেত্রে পশ্চিমাদের সহযোদ্ধা ৷
অন্ধ অনুকরণ প্রিয়তা আমাদেরকে কত অবাস্তব জিনিষ মেনেনিতে বাধ্য করছে ??
পশ্চিমা দুনিয়াকে কখনো বিশ্বাস করা যায় না, কারণ ওরা যদি সারাদিন রোজা রাখে মনে করবেন সন্ধ্যার সময় খালি পেটে অন্যের খাবার গ্রাস করে নিজের পেটে ঢুকানোর কোন নোংরা পরিকল্পনা আছে , আর সেটা পেট সম্পূর্ণ খালি থাকলেই সম্ভব ৷ আর এজন্যই রোজা
কেএল/