আওয়ার ইসলাম ডেস্ক: পৃথিবীতে মানুষ গাড়ি-বাড়ি-নারী বহু কিছুই করে। বহু বিলাসী জীবন যাপন করে। কিন্তু কেউ একথা স্বপ্নেও ভাবেনা যে, একদিন এ সবই আমাকে ছেড়ে যেতে হবে।
শুধু তিন/পাঁচ টুকরাে সাদা কাপড় সাথে নিয়ে পরপারে পাড়ি দিতে হবে। আর যদি কপাল মন্দ হয় তাহলে হয়তাে এটাও মিলবেনা। সবশেষে আমার চিরসাথী হবে এ নশ্বর জীবনের ভাল-মন্দ ক্রিয়া-কর্ম। নবী করীম সা. উম্মতকে এ কথা বুঝাতে গিয়ে বলেছেন- মৃত ব্যক্তিকে নিয়ে যখন কবর অভিমুখে যাত্রা শুরু হয় তখন তিনটি বস্তু তার সঙ্গী হয়, তার সাথে যায়।
এক. তার প্রিয়জন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব।
দুই. তার কিছু মাল, যেমনঃ লাইট, খাট, কফিন, খন্তা ইত্যাদি।
তিন. তার জীবনের ভাল-মন্দ আমল । প্রথম দু'টি বস্তু তাকে কবরস্থ করার পর ফিরে চলে আসে। আর তৃতীয়টি তার সঙ্গী হয়ে চিরদিন তার সাথে থেকে যায় । (বুখারী)
জনৈক কবি যথার্থই বলেছেন
شکریه اسے قبر تک پهنچانے والو شکریه
اب اکیلے هی چلے جائی گے اس منزل هم -
কবর পর্যন্ত পৌছেদাতা গণ, শুকরিয়া তােমাদের
এখান থেকে একাই রওনা হব মােরা মাজিলে মােদের।
ওআই/আবদুল্লাহ তামিম