সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


পাকিস্তানে শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেঞ্চুরাস শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বহুতল এ শপিং মলে আগুন লাগার দুইঘণ্টার পর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে নিশ্চিত করেছে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)।

আজ রোববার এক প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভবনের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এ সময় লোকজনকে সেখান থেকে বের হয়ে আসতে দেখা যায়। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় ডন।

ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন লাগার সময় মলে থাকা মানুষদের পেছনের দরজা দিয়ে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে।

পুলিশ ভবনটি ঘিরে রেখেছে এবং উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেখানে কাউকে ঢুকতে দেয়া হবে না।

উল্লেখ্য, ‘দ্য সেঞ্চুরাস’ ইসলামাবাদের সবচেয়ে উঁচু বহুতলগুলোর একটি। ২৬ তলা ওই ভবনের উচ্চতা ৩৬১ ফুট। পাশাপাশি তিনটি টাওয়ারে শপিংমল, বিলাসবহুল হোটেল, অফিস বিল্ডিং এবং আবাসন রয়েছে। আজ যে টাওয়ারটিতে আগুন লেগেছে তার চারতলা পর্যন্ত শপিংমল এবং উপরে আবাসিক।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ