আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারে বিশাল জনসভা আয়োজন করেন ইসলামী রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা।
আজ শুক্রবার জুমাবার বাদে জুমা হতে কক্সবাজার পাবলিক হল ময়দানে মাওলানা মুহাম্মদ আলীর সভাপতিত্বে ও মাওলানা শোয়াইব এর সঞ্চালনায় এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান।
উক্ত জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা হারুনুর রশিদ, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মুহসিন শরীফ, জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আমীরুল ইসলাম প্রমুখ।
স্বাধীনতার ৫১ বছরে দেশে দুর্নীতি বন্ধ হয়নি বরং বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
দুর্নীতিবাজরা সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকায় দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। দুর্নীতিবাজদের কারণে দেশের সব জায়গায় সিন্ডিকেটের শাসন চলছে। দেশকে দুর্নীতিমুক্ত করা না গেলে মানুষের রক্তচোষা সিন্ডিকেট বন্ধ করা যাবে না।
তিনি আরো বলেন, কথা ছিল গরিব ধনী-মালিক-শ্রমিক, সরকারি দল, বিরোধী দলের মধ্যে ভেদাভেদ থাকবে না। থাকবে না ধর্মীয় কোনো ভেদাভেদ।
কিন্তু স্বাধীনতার ৫১ বছরে ভেদাভেদ চরমে পর্যায়ে পৌঁছেছে। সাম্য, মানবাধিকার ও সুশাসন নেই। হাজারো মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে। আশরাফুল মাখলুকাত খ্যাত মানুষ ডাস্টবিনের পাশে খোলা আকাশের নিচে কাক-কুকুরের সঙ্গে খাদ্যের জন্য লড়াই করছে। হাজারো মানুষ বস্ত্র, চিকিৎসার জন্য হাহাকার করছে। সাম্য আজ কোথায়?
জাতীয় সংসদ নির্বাচন ও ইউপি নির্বাচন সহ নানা ক্ষেত্রে ভোট এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। ভোট যেন আজ একটি অজানা শব্দ হয়ে গেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং দুর্নীতি, মাদক এবং সন্ত্রাসমুক্ত কল্যাণময় রাষ্ট্র গঠন করতে একটি জাতীয় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্য বোঝা যাচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই দেশ, স্বাধীনতা, মানবতা টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ আন্দোলনে আপনাদেরকেও শরিক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা তৈয়ব আরমান, মাওলানা জাহেদুর রহমান, মাওলানা ইয়াহইয়া সাঈদ, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা হাফেজ কলিম উল্লাহ, মাওলানা মোঃ আছাদুল্লাহ,মাওলানা ক্বারী হাঃ আবু নাছের, মাওলানা আলী আছগর, মুফতি শামসুল হক কাসেমী, মাওলানা জামাল উদ্দিন তাওহীদ, মাওলানা মোঃজুনাইদ, মাওলানা শামসুল হক আজিজি, মাওলানা মোঃ ঈদ্রিস, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
-এটি